মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বই দেখে এসএসসি পরীক্ষা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ভাইরাল হওয়া পরীক্ষা কেন্দ্রটি হচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ।

জানা যায়, গত বৃহস্পতিবার (১০) এপ্রিল সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঐদিন তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের পরীক্ষার হলে বই দেখে পরীক্ষা দেয়ার ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্রে অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা হল পরিদর্শনে থাকার কথা থাকলেও সেটা করা হয়নি। এই প্রতিষ্ঠানের শিক্ষকরাই হল পরিদর্শনে দায়িত্ব পালন করেছেন।

তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রের ইনচার্জ তুহিন বলেন, এটা আগে ভিডিও। ওই দিন যে শিক্ষার্থীরা দায়িত্বে ছিলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আমার কাছে স্বীকার করেছেন ভিডিও অনেক আগের। মঙ্গলবারের পরীক্ষা নিয়ম মেনে নেয়া হয়েছে।

কালিহাতী শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর বলেন, আমি এখানে নতুন এসেছি। কেন্দ্র সচিব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, আজকে সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনও কে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘর গুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিল তারা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না। পরিবর্তী শিক্ষকের বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহন করব।

তিনি আরও জানান, মঙ্গলবার পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা ডিউটিতে নাই। এখন আমার একটি কমিটি করে দিব। কমিটির প্রেক্ষিতে তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নিব।

(এসএম/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)