কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় এক বিএনপি নেতার বাড়ির গেটে ধাক্কাধাক্কি ও কয়েকটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গেট না খোলায় তারা ওই বিএনপি নেতাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকা জুড়ে চলছে আতঙ্ক।
ওই বিএনপি নেতার নাম শামীম টোকেন। তিনি উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য এবং একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত এ কে এম ফজলুল হকের ছেলে।
এ বিষয়ে শামীম টোকেন বলেন, বৃহস্পতিবার রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েকটি গুলি ছোড়ে। তারা বকাবকি করে কিছুক্ষণ পর দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনায় কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে সে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিএনপি নেতা টোকেনের বাড়িতে দুর্বৃত্তরা পাঁচটি গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে জটিলতা রয়েছে। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।
(এমজে/এসপি/এপ্রিল ১৮, ২০২৫)