গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।
এ ঘটনায় দোষী কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তারা।
গত শুক্রবার জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি'র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
(টিবি/এসপি/এপ্রিল ২১, ২০২৫)