নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ২২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসক মুফিদুল আলম এর নির্দেশক্রমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাব ১৪ সদস্যদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন দালালকে ১৫ দিন থেকে ২ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া চরপাড়ার ৩ টি ফার্মেসিকে অবৈধ ওষুধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসন এই অভিযান অব্যাহত ভাবে চলমান আছে এবং অব্যাহত থাকবে। তিনি দালালমুক্ত চিকিৎসা ব্যবস্থা চালু রাখার জন্য সব রকম প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যায় ব্যাক্ত করেন।

(এনআরকে/এএস/এপ্রিল ২৩, ২০২৫)