আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন- শ্রীমঙ্গল থানার (ওসি) আমিনুল ইসলাম।

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননা পত্র এবং পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

এ সময় বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, মৌলভীবাজারসহ সিলেটের চার জেলার পুলিশ সুপার সহ সিলেট রেঞ্জের পুলিশের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

(এএ/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)