সোনাতলায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তরল খাবারের পরামর্শ চিকিৎসকের

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় চলছে তীব্র তাপদাহ এতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে কেউবা টিউবওয়েল বা শ্যালো মেশিনে ঘন ঘন গোসল করছেন কেউবা খাচ্ছেন আখের রস। তবে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন তীব্র এই গরম থেকে পরিত্রাণে রঙিন কাপড় পড়া থেকে বিরত থাকা সহ ফলের রস বা তরল জাতীয় খাদ্য বেশি বেশি খাইতে হবে।
আজ বুধবার গ্ৰাম অঞ্চলে গিয়ে চোখে পড়লো অনেকেই বড় গাছের ছায়ার তলে বসে গল্প গুজবে মেতে বিশ্রামে আছেন। একটু দুরে চোখে পড়লো এক পথচারী শ্যালো মেশিনের পানিতে চোখ মুখ ধুয়ে ফেলছেন আরেকজন পানিতে গোসল করছেন কিছুটা প্রশান্তির আসায়। যদিও আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটের মাধ্যমে জানা গেছে এই তাপদাহ ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এসময় কালে হয়তবা বৃদ্ধিও পেতে পারে তাপমাত্রা। সেই সাথে দেখা মিলতেও পারে বৃষ্টির।
সোনাতলা পৌর শহরে আখের রস খেতে ভীর জমিয়েছে জনতা। কথা হলে রস বিক্রেতা মোকাতলার লক্ষ্মীকোলা গ্রামের রিপন আহমেদ জানান, বর্তমান প্রতিদিন ২/৩ হাজার টাকার রস তিনি বিক্রি হচ্ছে। বড় গ্লাস রস ২০ টাকায় এবং ছোট গ্লাস ১০ টাকায় বিক্রি করছি।
তিনি আরো জানান, পনের দিন আগে এমন চাহিদা ছিলনা গত পরশু থেকে প্রচন্ড গরমের কারণে রসের চাহিদা অস্বাভাবিক ভাবে বেড়েছে। এতে করে প্রতিদিন এক থেকে দের হাজার টাকার রোজগারো হচ্ছে।
গড়ফতেপুর গ্রামের আলী আহসান মুজাহিদ জানান, গত দু'দিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এতো গরমের কারণে গাঁ ঘেমে যাচ্ছে এবং শরীর ক্লান্ত হয়ে পড়েছে এ কারণে আখের রস খেলাম। তাতে করে আপাতত একটু হলেও ভালো লাগছে।
এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শহিদুল ইসলাম বলেন, তীব্র তাপদাহের ফলে মানব দেহে শ্বাসকষ্ট, গা ঘেমে যাওয়া, মাথাব্যথা, শরীরে জ্বালাপোড়া, পানি তৃষ্ণা বেড়ে যাওয়া সেই সাথে প্রেসার কমে আসবে, শক্তি কমে যাবে জনজীবন অতিষ্ট হয়ে পড়বে।
তিনি আরো বলেন, এ সমস্ত নিরাময়ে প্রচুর পরিমাণ তরল খাদ্য ফলের রস, ফলের জুস, ডাবের পানি ও ছায়াযুক্ত জায়গায় অবস্থান সেই সাথে রঙিন পোশাক পরিধান না করার পরামর্শ তার।
(বিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)