শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে প্রাইভেটকারে ফেনসিডিলের চালান নিয়ে যাওয়ার সময় ৪০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ফুলপুর পৌরসভার গোল চত্তর নামক স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাণী গাঁও গ্রামের নাজমুল হক (৩২), চরপাড়া গ্রামের ইদ্রিস আলী (৪০) এবং একই উপজেলার বিশগিরিপাড়া গ্রামের সুমন মিয়া (২৮)।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদি জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসআই/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)