মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। 

আজ বুধবার সকালে যুবদল নেতা নয়নের সহধর্মিনী নহাটা রাণী পতিত পাবনী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাম্মী আক্তারের উপহার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে ৫টি সিলিং ফ্যান দিয়েছেন।

এ বিষয়ে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ.হা.ম হাদিউজ্জামান জানান, গরমের ভিতরে স্কুলের বাচ্চারা ফ্যানের সমস্যায় ভুগছিলেন। বিষয়টি জানতে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাম্মী আক্তার ৫টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন।

ফ্যান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, মোঃ আক্কাচ শেখ, অভিভাবক সদস্য মোঃ মহব্বত মোল্লা, শিক্ষক প্রতিনিধি মোছাঃ মনোয়ারা পারভীন, শিক্ষক বিজিৎ কুমার ঘোষ, শহীদ শেখ, কামাল মোল্লা প্রমূখ। এই ফ্যান পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

(বিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)