গাংনীর ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে এবার মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। আজ বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রীতম সাহার দায়িত্ব পালনকালীন সময়ের ন্যায়পরায়ণতা, সততা ও সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। তিনি বলেন, প্রীতম সাহা জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার পরিবারের অনেক সদস্যই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেকেই শহীদ হন। তাঁর মধ্যে আমরা একজন পরিশ্রমী, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাকে খুঁজে পাই।
তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও একজন তথাকথিত ‘গরু চোর সাংবাদিক’ উদ্দেশ্যমূলক ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সত্যতা যাচাই না করে ভিত্তিহীন প্রতিবেদন ছড়িয়ে দিচ্ছে, যা আমরা মুক্তিযোদ্ধারা কোনোভাবেই মেনে নেব না।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বলেন, ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ অবিলম্বে বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তাঁরা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।
(এসএএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)