চাটমোহর প্রতিনিধি : অকারিগরি ক্রাফট এর অবৈধ রায়ের প্রতিবাদে ও ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ৬ দফা দাবিতে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘চাটমোহর পলিটেকনিক ইনিস্টিটিউট’ এর শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে উথূলী এলাাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‘মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার’ ক্রাফট হটাও পলিটেশনিক বাঁচাও’ এসি রুমে বৈঠক, আর হবে না আর হবে না’ সহ নানা শ্লোগানে মুখরিত মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে থানা বাাজর আমতলা মোড় এলাকায় এসে অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী, লালন হোসেন, তাওহীদ হোসেন, সবুজ মল্লিক, রাকিবুল হোসেন, হৃদয় হোসেন, আকাশ, মাহিউল ইসলাম, আশিক হোসেন প্রমুখ।

(এসএইচ/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)