ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর ৪ (কাপাসিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবীর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পড়ান, সালাউদ্দিন আইউবির বাবা মাওলানা ইমাম উদ্দিন। জানাজার নামাজের আগে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, সাবেক এমপি, অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, গাজীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, জনাব আজিজুর রহমান পেরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর মহানগর এর আমির, অধ্যাপক জামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুল রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ প্রমুখ। পরে পরিবারের পক্ষ থেকে জানাজায় আগত মুসল্লিদের কাছে মরহুমার জন্য দোয়া কামনা করা হয়।
(এসকেডি/এএস/এপ্রিল ২৪, ২০২৫)