ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা ডিগ্রীর চর দখলকে কেন্দ্র করে দুপরে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ ও ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- চরকড়ুলিয়া গ্রামের রেকাত আলীর ছেলে পিল্লু (২৬), ছুবাইল (২৪), আসিফ (২০) আলম (২৭) বাদশা (২১)। এছাড়া আহত হয়েছেন ১০ জন। আহতরা সকলেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজাসহ ৩০-৩৫ জন মোটর সাইকেল নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চরের জমিতে যায়। এসময় মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের সাথে উভয় গ্রুপের সংঘর্ষ এবং একপর্যায়ে বন্দুক যুদ্ধ শুরু হয়।

সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশ না করার শর্তে চরের জনৈক বাসিন্দা জানান, ডিগ্রির চরসহ পদ্মার তীরে বেশ কয়েকটি চর ঈশ্বরদী উপজেলার মধ্যে হলেও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী। ফলে কুষ্টিয়ার জামাল বাহিনী এ চর দখলে রাখতে চায়। এদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া। চরের দখল নিয়ে এর আগেও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতেও ডিগ্রির চরে অসংখ্য গুলির শব্দ শোনা যায়।

রিকাত আলী শেখ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার, সরকার পট পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। তারা এই ঘটনার সাথে জদিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৫, ২০২৫)