দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় ‌ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নার্সিং শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদপুর সরকারি নার্সিং কলেজের ছাত্র তন্ময়(৩য় বর্ষ)এর সভাপতিত্বে এ সময় ফরিদপুর সরকারি নার্সিং কলেজে এবং ফরিদপুর শহরে অবস্থিত বেসরকারি সকল নার্সিং কলেজেও ক্লাস ও পরীক্ষা বর্জনসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান হাসান,আক্তার হোসেন,রাহুল দেবসহ ফরিদপুর শহরে অবস্থিত সকল বেসরকারি নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উক্ত কর্মসূচীতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বলেন যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই স্নাতক সম্মান / ডিগ্রির চেয়ে কম নয় বরং বেশি।শিক্ষার্থীরা অবিলম্বে তাদের উত্থাপিত দাবী সমূহ পূরনের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দিবে বলে হুশিয়ারি প্রদান করেন।

(ডিসি/এএস/এপ্রিল ২৭, ২০২৫)