রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলার নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেত থেকে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত  শিক্ষক শেখ আল আজাদ (৬০) মধুখালি উপজেলার চরবামনদী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে হত্যাকারীর দেখানো তথ্য মতে জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালবেলা শেখ আল আজাদ মাদরাসায় যাওয়ার পর দুপুরে ক্লাস শেষে বের হলেও আর বাড়ি ফেরেননি। পরিবারের উদ্বেগে সেদিন রাতেই মধুখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চরবামনদী গ্রামের যুবক রাসেল সেখ (৪০)কে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাসেল সেখ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান জানিয়ে দেন।

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, 'শেখ আল আজাদ (৬০) নিখোঁজের ঘটনায় তদন্ত করে রাসেল সেখ (৪০)কে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে কঠুকান্দী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।" হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে পারিবারিক কলহ, বিশেষ করে নিহতের দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আরআর/এএস/এপ্রিল ২৯, ২০২৫)