লক্ষ্মীপুর প্রতিনিধি : কমলনগরে কালবৈশাখী ঝড়ে একটি মসজিদ ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে উপজেলার মতিরহাট, চরকালকিনি, চরফলকন, পাটারীরহাট ও চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় উপড়ে গেছে অসংখ্য গাছ-পালা।

মতিরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাছান লিটন বলেন, ঝড়ে মতিরহাট বাজারের মসজিদের ছাউনি এবং বাজারের ৫টি দোকানের ছাউনি ভেঙ্গে যায়। এ সময় বাজারে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যায়।

অন্যদিকে চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফউদ্দিন রাজন জানান, ঝড়ে দক্ষিণ চরপাগলা দারুল উলুম কওমী মাদ্রাসা ও চরপাগলা ওলামাপাড়া মাদ্রাসাসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

লুধুয়া মাছঘাটের ব্যবসায়ী মো. কামাল হোসেন জানান, মেঘনায় মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়ে উজ্জল মাঝী, তপন মল্লিক ও তপন মাঝীর ট্রলার জেলেসহ নদীতে ডুবে যায়। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে।

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)