ধামরাইয়ে ৪টি মাটি কাটার ভেকু মেশিন জব্দ

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলার নান্নার ইউনিয়ন চাওনা থেকে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহাম্মেদ অনীক পরিচালিত ভ্রাম্যমান আদাল অবৈধ ভাবে উর্ব্বর ফসলি জমি থেকে দীর্ঘ দিন ধরে ভুমি ও মাটি খেকো, মাটি ব্যবসারীদের ৪ টি মাটি কাটার ভেকু মেশিন জব্দ করেছেন।এসময় টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। এই এলাকায় একর কে একর ইট ভাটায় মাটি বিক্রির জন্য ভেকু মেষিন দিয়ে দিনের পর দিন ফসলি জমি থেকে গভীর করে মাটি তুলে বিক্রির করে কোটি কোটি টাকা। এর ফলে ধামরাইয়ে প্রতি বছর হাজার টন ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
এর ফলে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার একর উর্ব্বর ফসলি জমি ক্ষত-বিক্ষত হয়ে গেছে। কোনো দিন এই ফসলি জমিতে আর ফসল উৎপাদন হবে না। ঢাকার উপজেলা গুলির মধ্যে উৎপাদনের দিক দিয়ে উবৃত্ত উপজেলা হিসেবে ধামরাইয়ের খ্যাতি ছিল বর্তমানে হ্রাস পাবে এ সুনাম।
এই সব কর্ম কান্ডের তদারকির দায়িত্ব উপজেলা কৃষি বিভাগের থাকলেও তারা অজ্ঞাত কারনে কোনো প্রযোজনীয় প্রদক্ষেপ গ্রহন করছেন না বলে অভিযোগ।
ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহাম্মেদ অনীক বলেন,উর্ব্বর ফসলি জমি থেকে এই মাটি কাটার ফলে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে ,তাই নয় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফসল উৎপাদনতো দূরের কথা, প্রযোজনীয় কোনো ভাল কাজে এই জমি ব্যবহার করাও সম্ভব হবেনা বলেন । অবৈধ এই ব্যবসায়ীদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।
(ডিসিপি/এএস/এপ্রিল ৩০, ২০২৫)