যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে সাথী আক্তার ওরফে স্বরুপজান (৩৫) নামে এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং সৎ ছেলে জিসানকে আটক করেছে পুলিশ। আটককৃত মিন্টু উপজেলার খাটুয়াডাঙ্গা এলাকার জাহাতাব সরদারের ছেলে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮শে এপ্রিল সকালে খাটুয়াডাঙ্গা গ্রামে আব্দুর রশিদের চাতাল ঘরের ভেতর সাথী আক্তারের রক্তাক্ত লাশ পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করে পুলিশ। নিহত সাথীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরের শংকরপাশা এলাকা থেকে আব্দুর রশিদ ও তার ছেলে জিসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসএমএ/এএস/এপ্রিল ৩০, ২০২৫)