আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ফলে তেলের দামে গত তিন বছরের মধ্যে মাসিকিভিত্তিতে সবচেয়ে বড় পতন হয়েছে। মূলত বাণিজ্যযুদ্ধের কারণে তেলের চাহিদা কমার ইঙ্গিত রয়েছে। তাই এক্ষেত্রে পতন অব্যাহত রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়েছে।

এই মাসে এখন পর্যন্ত ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের আমদানির ওপর শুল্ক ঘোষণার পর উভয় বেঞ্চমার্কের দাম কমে যায়। এরপর চীন পাল্টা শুল্ক আরোপ করলে তেলের দাম কমে চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা রয়েছে।

অন্য এক জরিপে দেখা গেছে, এপ্রিল মাসে চীনের কারখানার কার্যক্রম ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে।

এএনজেড ব্যাংকের সিনিয়র পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হাইন্স বলেছেন, বাণিজ্য যুদ্ধের মধ্যে চাহিদা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মনোভাবের ওপর প্রভাব ফেলেছে।

অন্যদিকে শুল্ক নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে এপ্রিল মাসে মার্কিন ভোক্তাদের আস্থা প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

তথ্যসূত্র : রয়টার্স

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০২৫)