আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এই ফোনালাপে শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেন। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির অবদানের কথাও তুলে ধরেন।

পহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি পহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার যে কোনও প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন এবং ঘটনার স্বচ্ছ-নিরপেক্ষ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশেষ করে সিন্ধু অববাহিকার পানির ওপর ভারতের পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের মহাসচিব দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, গুরুত্বপূর্ণ সময়ে এই অঞ্চলে কোনো উত্তেজনা বিশ্ব বহন করতে পারবে না।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানবিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান।

পুলওয়ামা থেকে বর্তমান পর্ব পর্যন্ত তিনি (মোদী) জনগণকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনী সুবিধা অর্জনের জন্য বারবার নাটক মঞ্চস্থ করেছেন বলেও অভিযোগ করেন রানা সানাউল্লাহ খান।

কোন সন্দেহ নেই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, চূড়ান্ত ও উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০২৫)