যশোরে মিনি বাস মালিক সমিতির সম্পাদকের পদত্যাগ, উত্তেজনা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ দিনে আজ বুধবার যশোর মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগ করেছেন।
আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেন।
অবস্থানকালে কার্যালয়ের ভেতর থেকে অজ্ঞাত যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চেষ্টার সময় একজন চাকুসহ আটক হয়। আটককৃত ব্যক্তি একটি বাসের হেলপার বলে জানা গেছে।
আলোচনা চলাকালে একপর্যায়ে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে সভাপতির কাছে জমা দেন।
এরপর আন্দোলনকারীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে আরিফুল ইসলাম রিয়াদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এসএ/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)