‘এখান থেকে আত্মবিশ্বাস পাওয়ার কিছু নেই’

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেই দারুণ প্রতিশোধ নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে এবার তারা নাকাল করেছে, হারিয়েছে এক ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে।
বহুদিন পর রান এসেছে ওপেনিং জুটি থেকে। দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম ১১৮ রানের উদ্বোধনী জুটিতে ভালো ভিত গড়ে দেন। বিজয় ৩৯ রানে ফিরলেও সাদমান তুলে নেন সেঞ্চুরি। সাত নম্বরে নেমে সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। সবমিলিয়ে বাংলাদেশের স্কোর ৪৪৪। জিম্বাবুয়ে দুই ইনিংসেও এই রান পার করতে পারেনি।
তবে দল ইনিংস ব্যবধানে জিতলেও অধিনায়ক হিসেবে খুশি হতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। টপঅর্ডারে সাদমান ছাড়া যে আর কেউই বড় রান করতে পারেননি। মুমিনুল হক ৩৩, শান্ত ২৩, মুশফিকুর রহিম ৪০, জাকের আলী করেন মাত্র ৫।
শান্ত এই কথাটাই বোঝাতে চেয়েছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় স্কোরবোর্ড কখনও আমি এরকম চাই না অধিনায়ক হিসেবে। যদি এরকম না হয়ে, দুইজন রান না করে সাদমান ২০০, আমি ১০০, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই ১৫০ হতো, তাহলে আরও বেশি খুশি হতাম। সবাই ৪০, ৪০ করার চেয়ে দুইটা বড় রান হলে বেশি খুশি হতাম।’
‘এটা ভালো দিক না ব্যাটিং ইউনিটের। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়ার কিছু নেই। সেট হওয়ার পর সফট ডিসমিসাল হয়েছে। চাইব শ্রীলঙ্কায় যেন এরকম না হয়। যে সেট হবে সে যেন ১৫০, ২০০ রান করে’-যোগ করেন শান্ত।
চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট বাংলাদেশের। ওই সিরিজে দুইটি টেস্ট খেলবে টাইগাররা।
(ওএস/এএস/মে ০১, ২০২৫)