সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : যথাযোগ্য মর্যাদায় কাপাসিয়া উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটিতে পৃথক পৃথক ভাবে পালন করেন। উপজেলা পরিষদ, গাজীপুর আন্তজেলা শ্রমিক ইউনিয়ন, উপজেলা নিমার্ণ শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা সাংস্কৃতিক ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, উপজেলা সি এন জি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছেন বলে খবর পাওয়া গেছে।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করেন উপজেলা প্রশাসন এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: তামান্না তাসনীম উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নুরুল আমীন। গাজীপুর আন্তজেলা শ্রমিক ইউনিয়ন, উপজেলা নিমার্ণ শ্রমিক ইউনিয়ন সকালে বাসষ্ঠ্যান্ড ইউনিয়ন অফিসের সামনে শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে আলোচনা ও র‌্যালীর আয়োজন করেন। এতে সভাপত্বিত করেন ইউনিয়নের সভাপতি বাবলু ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বি এন পির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ইউনিয়ন বি এন পির সভাপতি মো, সেলিম হোসেন আরজু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. আফজাল হোসেন বেপারী, শ্রমিক নেতা মো. মজনু মিয়া প্রমুখ। আলোচনার আগে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বাসষ্ট্যান্ড এসে শেষ হয়।

(এসকেডি/এএস/মে ০১, ২০২৫)