শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি

স্টাফ রিপোর্টার : দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে শ্রমিক নেতারা বেশকিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শোষণ-নির্যাতন রুখে দিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে; জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে; অবাধ ট্রেড ইউনিয়ন, সামাজিক সুরক্ষা শ্রম, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সমতা-মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করতে হবে; নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান সব বৈষম্য দূর করতে হবে।
সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন বলেন, গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। যাদের রক্ত আর ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশ, তাদেরই মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদের মূল্যায়ন করতে হবে এবং যথাযথ মর্যাদা দিতে হবে।
তিনি আরও বলেন, আউটসোর্সিং ও দৈনিক মজুরির নামে শ্রমিকদের সুরক্ষাহরণ বন্ধ করতে হবে এবং স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে সংগঠনের কার্যকরী সভাপতি আঁখি, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/মে ০১, ২০২৫)