রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘‘শ্রমিক মালিক এক হয়ে-গড়বো এদেশ নতুন করে’’ শ্রমজীবী মানুষের অধিকার- বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় মহান মে দিবস পালিত হচ্ছে। 

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্র্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে মে দিবস উপলক্ষ্যে এক র‌্যালি আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়। র‌্যালিটি খুলনা রোডের মোড় ঘুরে একই স্থানে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

এদিকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি যথাযথ মরযাদায় পালন করছে।

(আরকে/এসপি/মে ০১, ২০২৫)