ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত

ঈশ্বরদী প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে বের করা হয় বিশাল শোভাযাত্রা। শোভযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসভা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্ত্রীয় নেতা আহসান হাবিব, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, যুবদল নেতা ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শ্রমিক দল নেতা ভাষা প্রামানিক, রেলওয়ে শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা নয়ন ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/মে ০১, ২০২৫)