মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : ‘শ্রমজীবী মানুষের অধিকার-বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

এতে জেলা প্রশাসন, আলিঞ্চক শ্রম দপ্তর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেয়। র‍্যালীটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতে দাবি জানান।

অন্যদিকে, মহান মে দিবস উপলক্ষে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) সকালে কুষ্টিয়া এফ পি এ বি ভবনের অডিটোরিয়ামে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন মালীথার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বি এস সি ডব্লিউ এফ এর সভাপতি মোঃ ওয়ারেস আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, পারফেক্ট হোম ডিজাইন এন্ড কনসালটেন্সি এর পরিচালক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি প্রমুখ।

সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের অধিকার, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, যুগোপযোগী কর্মপরিবেশ তৈরি করাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় করণীয় বিষয় নিয়ে নিজ নিজ মতামত উপস্থাপন করেন। পাশাপাশি দেশের অগ্রযাত্রায় নির্মাণ শ্রমিকদের অবদান ও আধুনিক বিশ্ব গঠনে নির্মাণ শ্রমিক দের অবদান তুলে ধরেন ও সামনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নির্মাণ শ্রমিকদের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

(এমজে/এসপি/মে ০১, ২০২৫)