দিলীপ চন্দ, ফরিদপুর : কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন নিয়ে কোন টালবাহানা মেনে নেয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনার সাথেই চোখে চোখ রেখে লড়াই করেছি। আমরা এখনো ট্রেনিং জমা দিইনি। প্রয়োজনে আবারো যুদ্ধ করে দেশের মানুষের গনতন্ত্রের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

গত বুধবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

চরভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী মৃধার সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয়।

(ডিসি/এএস/মে ০২, ২০২৫)