শফিকুল ইসলাম, ফুলপুর : দুনিয়ার মজদুর এক হও স্লোগানে মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

বৃহস্পতিবার (পহেলা মে) সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালিটি পৌরসভার কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি ফুলপুর উপজেলা প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে।

এসময় ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে যোগদেন। র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ন আহ্বায়ক এমদাদ হোসেন খানসহ শ্রমিকদলের নেতাকর্মীরা।

এর আগে মহান মে দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।

অপরদিকে, মে দিবস উপলক্ষে পৃথকভাবে র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থী আজিজুল ইসলাম। এসময় র‍্যালিতে যোগদেন দেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক ও উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুনসহ শ্রমিকদলের নেতাকর্মীরা।

(এসআই/এসপি/মে ০২, ২০২৫)