বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় মহান মে দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মে দিবস উপলক্ষে গৃহ নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, ইজিবাইক চালক সমিতি, ভ্যান শ্রমিক, বাস শ্রমিক, নার্সারি শ্রমিক, ডেকোরেটর শ্রমিক এ ছাড়াও বাংলাদেশে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই সংগঠনের শ্রমিকরা মে দিবসের র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফলে "মে দিবস দিচ্ছে ডাক-বৈষম্য নিপাত যাক"শ্লোগানে মুখরিত ছিল শহর। বিএনপির শ্রমিক দলের র‍্যালি শেষে শহীদ সৈকত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনোয়ার হোসেন বিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ওয়ার্ড কমিশনার জহুরুল ইসলাম শেফা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি মানিক তালুকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে একই দিনে উপজেলার বালুয়াহাটে বিএনপির ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে র‍্যালিটি বালুয়াহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাতে শহীদ সৈকত চত্বরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল হোসেন খোকন এর প্রচেষ্টায় উপজেলা জাসাস ও উপজেলা সাংস্কৃতিক সংগঠনের কন্ঠ শিল্পীদের গান শ্রবণ করেন সংগীত প্রেমী দর্শকরা।

(বিএস/এসপি/মে ০২, ২০২৫)