বড়াইগ্রামে একরাতে গ্রাহকের ১২টি মিটার চুরি, এক চোর হাতেনাতে আটক

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে একই রাতে পৃথক দুই স্থানে গ্রাহকের ১২টি বৈদ্যুতিক মিটার চুরি ও ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত সংঘবদ্ধ চোরের দল একযোগে এ ঘটনা ঘটিয়েছে। তবে উপজেলার বনপাড়া রাথুরিয়া এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বোল্টকাটার ও চুরির করার জন্য ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ সহ এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটককৃতের নাম সাগর হোসেন (২৭)। সে উপজেলার বনপাড়া পৌরসভার গুরুমশৈল এলাকার আকবর মিয়াজীর ছেলে। অপরদিকে একই রাতে উপজেলার জোনাইল এলাকার বিভিন্ন বাড়ি, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ১২টি বৈদ্যুতিক মিটার চোর খুলে নিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় বৈদ্যুতিক গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এই সব মিটার নেওয়ার পর চোর চক্রের সদস্যরা গ্রাহকদের ফোন করে টাকা দাবি করে। চোরদের সাথে দরদাম ঠিক হলে বিকাশে টাকা পাঠায় গ্রাহকেরা এবং চোর টাকা পাওয়ার পর নির্ধারিত কোন জায়গায় মিটার রেখে আসে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্বশীল ভূমিকা ও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করলে এই চোরেরা এ ধরণের কাজ আর করার সাহস পাবে না বলেও মত প্রকাশ করেন তিনি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করার হচ্ছে। এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বলে মিটার চুরি প্রতিহত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
(এডিকে/এসপি/মে ০২, ২০২৫)