সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মো. জিসান খান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার সদরের কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিল জিসান। পথে সালথা-ফরিদপুর সড়কের কাউলীকান্দায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি নসিমন গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হয় জিসান। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।
(এএন/এসপি/মে ০২, ২০২৫)