সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল হালিম হাওলাদার (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সদরের কাঠাল এলাকার একটি ভ্যানে ড্রামে রাখা এসব ফেনসিডিল উদ্ধার করে। আজ শুক্রবার দুপুরে ভ্যান ও ফেনসিডিলসহ মাদক কারবারিকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বাগেরহাট সদরের কাঠাল এলাকায় একজন মাদক কারবারি ভ্যানে বসে ফেনসিডিল বিক্রি করছে এমন খবর আসে র‌্যাবের কাছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভ্যানের উপর একটি ড্রাম দেখতে পায়। এসময়ে মাদক কারবারি দ্রুত ড্রাম নিয়ে পালাতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। ড্রামের মধ্যথেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল।

(এস/এসপি/মে ০২, ২০২৫)