একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ‘পাংশা শিল্প বণিক সমিতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পাংশা শিল্প ও বণিক সমিতির এ টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানায়, চারটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। পাংশা দত্ত মার্কেট ও থানা রোড এর খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও হাজী মার্কেট,কাজী মার্কেট,সাদিয়া প্লাজা এবং উপজেলা রোডের এই দুই দলের খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

পাংশা শিল্প ও বণিক সমিতি সভাপতি বাহারাম হোসেন সরদারে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিনুল ইসলাম,উদ্বোধক ছিলেন পাংশা সার্কেলের সহকারি পুলিশ সুপার দেবব্রত সরকার,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার এবং সার্বিক পরিচালনায় ছিলেন পাংশা শিল্প বনিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন সহ অন্যান্যরা।

পাংশা শিল্প ও বণিক সমিতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বাহারাম হোসেন সরদার বলেন,‘সবাই এই টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। খেলার মাধ্যমে সবার সঙ্গে সোহার্দ্য বাড়বে। আশা করি টুর্নামেন্টি সবাই উপভোগ করবে।’

(একে/এএস/মে ০৩, ২০২৫)