মহম্মদপুরে আইডিয়াল একাডেমির তাহফিজুল কুরআন হিফজ বিভাগের উদ্বোধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আইডিয়াল একাডেমির তাহফিজুল কুরআন হিফজ বিভাগের আবাসিক শাখার গত বৃহস্পতিবার বিকালে শুভ উদ্বোধন অনুষ্ঠিত কর হয়।প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা আল-আহাজারী।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলনা মোঃ আবু নাঈম, মাওলানা মোঃ ওলিউল্লাহ, মাওলানা মোঃ রুহল আমীন, মুফতি মাসউদুর রহমানসহ অন্যান্য অতিথিরা। সব শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
(বিএসআর/এএস/মে ০৩, ২০২৫)