মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের খার্দ্দফুলবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবিদ শেখ (১০) নামে ৩য় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গত বৃহষ্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে,,মোঃ আবিদ শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত মো: আবিদ শেখ খর্দ্দফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় দরিদ্র রাজমিস্ত্রি মোঃ ওবায়দুল্লাহ শেখের কনিষ্ঠ পুত্র।মাটি টানা ট্রাক্টর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
আবিদ শেখের পরিবার জানায়,ছেলেটি ঘটনার দিন বেলা ১১ টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি থেকে খর্দ্দফুলবাড়ী রাস্তা দিয়ে যাচ্ছি।যাবার পথে সামনে থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাকে তাকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষন পরে তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রহমান বলেন,শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(বিএসআর/এএস/মে ০৩, ২০২৫)