মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে ভুট্টা ক্ষেত থেকে গাঁজা গাছের সন্ধানে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে গাঁজার চাষ হচ্ছে এমন তথ্য ছিলো জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে।

ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন সন্ধ্যা সারে ৬টার পর ডিবি সদস্যদের নিয়ে অভিযান চালায় নলছিটির ফুলহরি গ্রামের একটি ভুট্টা খেতে। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় ১৪ টি গাঁজার গাছ। গাছ রোপনকারী দুই যুবককেও আটক করতে সক্ষম হয়ে ডিবি পুলিশ।

আটক যুবকদ্বয় হলো ফুলহরি গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) এবং একই গ্রামের সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৯)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, অসৎ ব্যবসার উদ্দেশ্যে বসত ঘরের পাশে ভুট্টা ক্ষেতের মধ্যে গাঁজা গাছ রোপন করেছিলো তারা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এমআর/এসপি/মে ০৩, ২০২৫)