যশোর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর নগর শাখার উদ্যোগে আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময়সূচী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সময়সূচী ঘোষণা করেন উৎসবের আয়োজক কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি ওয়ার্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চারটি শক্তিশালী দল সেমিফাইনালে নিজেদের স্থান করে নিয়েছে।

প্রথম সেমিফাইনাল আগামী রবিবার (৪ মে) বিকাল ৪টায় শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে শক্তিশালী ৩নং ওয়ার্ড এবং শক্তিশালী ৬নং ওয়ার্ড।

দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (৭ মে) বিকাল ৪টায় একই ভেন্যুতে। এই খেলায় মুখোমুখি হবে শক্তিশালী ১নং ওয়ার্ড বনাম শক্তিশালী ৯নং ওয়ার্ড।

উভয় সেমিফাইনালে বিজয়ী দল আগামী শনিবার (১০ মে) বিকালে শামস-উল হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

আয়োজক কমিটি আরও জানায়, প্রতিটি দল তাদের একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি ও আকর্ষণীয় ট্রফি এবং রানার্স আপ দলকে পঁচিশ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে। এছাড়াও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা সুশৃঙ্খল দলকেও পুরস্কৃত করা হবে। যশোরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সেরা অংশগ্রহণকারী বর্ণাঢ্য দলের জন্য এলিট রাইসের পক্ষ থেকে দশ হাজার টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই আয়োজনের মাধ্যমে যশোরের মানুষ দীর্ঘ ১৫ বছর পর আবারও নতুন করে ফুটবলের উন্মাদনায় ফিরবে। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের কারণে ক্রীড়াঙ্গন জিম্মি হয়ে ছিল এবং এই টুর্নামেন্টের মাধ্যমে সেই অচলায়তন ভাঙবে।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক ও বৈশাখী ফুটবল উৎসবের আহ্বায়ক সোহেল মাবুদ হাসান টিটো সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(এসএ/এসপি/মে ০৩, ২০২৫)