চাটমোহর প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস স্মরণে পাবনার চাটমোহর কুমাড়গাড়া বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে বড়াল থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে, গণসংগীত, কবিতা আবৃত্তি, একক গান, নৃত্য ও নাট্য প্রদর্শণী।

আজ শনিবার সকাল দশটায় বড়াল বিদ্যা নিকেতন স্কুল আঙিনায় অনুষ্ঠানের শুরুতেই মহান মে দিবস স্মরণে আলোচনা সভা হয়। আলোচনা সভায় অংশ নেন বড়াল বিদ্যা নিকতনের পরিচালক এস এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট আব্দুর রউফ।

পরে বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, কবিতা আবৃত্তি, একক সংগীত, নৃত্য ও নাটক ‘মিছিল’ প্রদ হয়।

একক সংগীত পরিবেশন করেন আসাদুজ্জামান দুলাল, মিলন রব, শিক্ষক এস এম মাসুদ রানা, প্রজ্ঞা প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ও অন্যান্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

(এসএইচ/এসপি/মে ০৩, ২০২৫)