নড়াইলে দোকানে খাবার কিনতে গিয়ে প্রাণ গেল কিশোর হুসাইন শেখের

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলায় পাওয়ার ট্রিলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে দোকানে দাঁড়িয়ে থাকা হুসাইন শেখ (১০) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ শনিবার সকালের দিকে সদর উপজেলার শুভারঘোষ গ্রামে শিশুটি দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হুসাইন শেখ ওই গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হুসাইন বাড়ির পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন একটি দোকানে খাবার কিনতে গিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মাঠ থেকে পানি আনার কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা শিশু হুসাইনসহ দোকানের মধ্যে চলে যায় এতে তার মাথায় আঘাত লাগে। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালেত জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(আরএম/এসপি/মে ০৩, ২০২৫)