রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের বিকল্প নেই। বিগত সরকারের আমলে সাংবাদিকদের কোনঠাসা করতে যেমন দলীয় ট্যাগ দেওয়া হতো, পট পরিবর্তনের পরও তার ধারাবাহিকতা অব্যাহত আছে। মব ভায়োলেন্সের ভয়ে সেলফ সেন্সরশিপ সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমগুলোকে আষ্ঠেপৃষ্ঠে বেধে ফেলছে। কিন্তু এ কথা মনে রাখতে হবে যে,স্বাধীন সাংবাদিকতার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।

আজ শনিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিক সমাজ এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

একই সাথে সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সেসব ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। একইভাবে অপসাংবাদিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।

আলোচনা সভায় সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ সংবাদ সংস্থার আসাদুজ্জামান, কালের কন্ঠের মোশাররফ হোসেন, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসি'র এম বেলাল হুসাইন, চ্যানেল টুয়েন্টিফোর-এর আমিনা বিলকিস ময়না, মাই টিভির ফয়জুল হক বাবু, দৈনিক কল্যাণ'র কাজী শওকত হোসেন ময়না, দৈনিক নিরপেক্ষ'র অ্যাড. খায়রুল বদিউজ্জামান, বৈশাখী টিভি'র শামীম পারভেজ, , আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক জনতার কালিদাস রায়, ৭১ টিভির বরুণ ব্যানার্জী, গ্লোবাল টিভির রাহাত রাজা, দ্য কান্ট্রি টুডে'র এসএম শহীদুল ইসলাম, বাংলাদেশের খবর'র আব্দুস সামাদ, দৈনিক সংগ্রামের আবু সাঈদ বিশ্বাস, বাংলা ট্রিবিউন-এর আসাদুজ্জামান সরদার, এনটিভির এসএম জিন্নাহ, দৈনিক বাংলার আবু সাইদ, দৈনিক যুগান্তর'র মোজাহিদুল ইসলাম, ঢাকা পোস্ট-এর ইব্রাহিম খলিল, সাংবাদিক রোকনুজ্জামান টিপু, আরিফুল ইসলাম, দৈনিক সাতনদী পত্রিকার জহুরুল কবির প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচি।

(আরকে/এসপি/মে ০৩, ২০২৫)