রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর হাসপাতাল ভাঙচুর ও স্টাফদের উপরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত সেচ্ছাসেবক দলের নেতা মানিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে দলটি।

বহিষ্কার পত্রে জানানো হয়, ‘সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিস্কার করা হলো।’

এর আগে শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিংসক না থাকাকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে সাতক্ষীরা সদর হাসপাতালে এ ভাংচুর ও স্টাফদের উপরে হামলার ঘটনা ঘটে। এঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শনিবার বিকালের দিকে দলটির পক্ষ তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

(আরকে/এসপি/মে ০৩, ২০২৫)