রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে একটি আখ ক্ষেতে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরের নাম তুহিন (১৫)। সে স্থানীয় কৃষক অরব আলীর পুত্র এবং পেশায় রাজমিস্ত্রির হেলপার ছিলো বলে জানা গেছে। এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতা।

তুহিন গত তিনদিন ধরে নিখোঁজ ছিলো বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। অবশেষে শনিবার বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গ্রামের পাশের একটি আখ ক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ নিহতদের খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, তুহিনের শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে এটি পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা বিষয়টি তদন্তের পর জানতে পারবো।' এছাড়া, ইতিমধ্যে ওই কিশোরের মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বয়েছে বলেও জানান ওসি হারুন।

(আরআর/এএস/মে ০৪, ২০২৫)