মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দল সভাপতি আকবর হোসেন ও মৎস্যজীবি দল চরজুবিলী ইউনিয়ন শাখার আহবায়ক নুর ইসলাম এর নামে  যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চরজব্বর থানাকে দালালমুক্ত করার দাবিতে উপজেলা শ্রমিক দলের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৪ মে রবিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আক্তার মঞ্জু, সদস্য সচিব আলমগীর হোসেন চৌধুরী, শ্রমিক দল ও মৎস্যজীবি দলের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের মত এখনো চরজব্বর থানায় দালালের কার্যক্রম অব্যাহত রয়েছে, এসব দালালদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, জড়িত হচ্ছে মিথ্যা মামলায়, আমরা এ মানববন্ধন থেকে প্রশাসন কে জানিয়ে দিতে চায়, অন্যায়ভাবে দালালের খপ্পরে পড়ে কোন নিরপরাধ মানুষ মিথ্যা মামলার শিকার না যেন হয়, এ বিষয়ে প্রশাসন ও জনগণকে সজাগ থাকার আহবান জানান বক্তারা।

অন্যাথায় চরজব্বর থানাকে দালাল মুক্ত করার জন্য আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তাগন। উক্ত মানববন্ধনে সকল শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন।

(আইইউএস/এএস/মে ০৪, ২০২৫)