নারায়ণগঞ্জে আবারও পূর্ণাঙ্গ রূপে চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি : অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার পথে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবা। ভয়াবহ অগ্নিকাণ্ড ও দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস।
শনিবার (৪ মে) দুপুরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাসপোর্ট বিভাগের উপপরিচালক, গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে সংঘটিত ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবায় নেমে এসেছিল এক গভীর অচলাবস্থা। অগ্নিকাণ্ডে পুরো ভবন ধ্বংস হয়, পুড়ে যায় প্রায় ৮ হাজার প্রস্তুত পাসপোর্টসহ যাবতীয় অফিস সামগ্রী ও যন্ত্রপাতি।
নতুন ভবনটি এখন আগের চেয়ে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর। উন্নত সেবা প্রদানের জন্য সংযুক্ত করা হয়েছে ডিজিটাল অবকাঠামো ও জনবান্ধব ব্যবস্থাপনা। জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যেই পুনর্গঠনের কাজ সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসক বলেন, “এ অফিসে দালালচক্রের কোনো স্থান নেই। নাগরিকদের প্রতি আমার আহ্বান, দালালের সাহায্য না নিয়ে সরাসরি সেবা গ্রহণ করুন। কোথাও অনিয়ম হলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অফিস চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলার পাসপোর্ট আবেদনকারীরা। পূর্বে কেরাণীগঞ্জ, নারসিংদী ও মুন্সিগঞ্জে গিয়ে সেবা নিতে গিয়ে তারা যে দুর্ভোগে পড়েছিলেন, সেটি এখন থেকে থাকবে না বলে মনে করছেন তারা।
(এস/এসপি/মে ০৪, ২০২৫)