প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছে ৩ নারী। আহত তিন নারী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন- আনোয়ার হোসেন ডাকুয়ার মেয়ে (৬মাসের অন্তঃসত্ত্বা) নিপু খানম (৩৪), সিমা আক্তার (৩৭), আঃ রব ডাকুয়ার মেয়ে তহমিনা আক্তার (২৫), শনিবার ৩রা মে সকালে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের ডাকুয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আহত সিমা আক্তার বাদী হয়ে ৩রা মে রাতে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির টগর আলী ডাকুয়ার মেয়ে পিয়ারা বেগম ও মোরশেদা বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ভুক্তভোগী পরিবারের।
সিমা আক্তার জানান, ঘটনার দিন বিবাদীরা আমাদের গাছের বেড়া ভেঙ্গে নিয়ে যায়, আমরা তাতে বাধা দিলে একই বাড়ির মোক্তার হোসেন, মোরশেদা বেগম, খাদিজা আক্তার, মনি আক্তার, পিয়ারা বেগম, আমাদের উপর আতর্কিত হামলা চালায়। হামলায় আমি ও আমার বোন ৬ মাসের অন্তঃসত্ত্বা নিপু খানম ও চাচাতো বোন তহমিনা আক্তার গুরুতর আহত হই। স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে আমার অন্তঃসত্তা বোনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এমআর/এসপি/মে ০৪, ২০২৫)