রিপন মারমা, রাঙ্গামাটি : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

আজ রবিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্য/সদস্যা/যুবক/যুবতিরা উপস্থিত থেকে তাদের সু-চিন্তিত মতামত রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট উপস্থাপন করেন।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্মল বড়ুয়া মিলন, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, ত্রিদিব বড়ুয়া টিপু, হিরা রানী বড়ুয়া, স্বাধীন বড়য়া নিশু, দেবদত্ত মুৎসুদ্দী, সমিরন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী, শংকর প্রসাদ বড়ুয়া, ধীমান বড়ুয়া, তেমীয় বড়ুয়া, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থেরো ও বেণুবন উত্তমনন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অদিতানন্দ মহাথোরো।

আলোচনা সভায় উপস্থিত বড়ুয়া জনগোষ্ঠীর বক্তব্য রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মনোযোগ দিয়ে শোনেন।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, বিগত ৫৩ বছরের ভিতর রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসনের বৈঠক বা কোন ধরনের আলোচনা না করার বিষয়ট অত্যন্ত দুঃজনক।

তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্ত আলাদাভাবে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন যুক্তিযুক্ত। গত ২৮ এপ্রিল সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা যে আবেদন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদনপত্র আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক বরাবর পাঠিয়েছি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা। এখন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে বড়ুয়া জনগোষ্ঠী সদস্যরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখন থেকে সরকারি নিয়মের ভিতর থেকে নিয়মতান্ত্রিকভাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আমন্ত্রণে জেলার বিভিন্ন স্থান থেকে বড়ুয়া জনগোষ্ঠীর নারী-পুরুষ, যুবক-যুবতী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আলোচনা সভায় অংশ গ্রহন করায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. তামজিদ রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভাটি সঞ্চলনা করেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল বড়ুয়া মিলন।

(আরএম/এসপি/মে ০৪, ২০২৫)