সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অটোগাড়ি থেকে লাফ দিয়ে মর্জিনা বেগম (৩৫) নামে এক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছে। আজ রবিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মর্জিনা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের রোকন শিকদারের স্ত্রী। মাদ্রাসা পড়ুয়া দুই ছেলের মা তিনি।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, মর্জিনা বেগম বেশ কিছুদিন ধরে ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর থেকে বাবার বাড়ি সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে মায়ের কাছে থাকেন মর্জিনা বেগম। তাকে একাধিকবার ডাক্তার ও ফকির-কবিরাজ এর কাছ থেকে চিকিৎসা করানো হয়েছে। শনিবার বিকালে ফরিদপুরের এক কবিরাজের কাছে নেওয়ার জন্য তার মা তাকে অটোতে করে নিয়ে যাচ্ছিলো, সাথে ১৪ বছরের বড় ছেলে মোস্তাকিমও ছিলো। অটোগাড়ি ছাড়ার কিছুক্ষন পরেই মর্জিনা অটোগাড়ি থেকে লাফ দেয়। এতে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা গুরুত্বর দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ শনিবার সকাল ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালথা থানার অফিসার ইসচার্জ মোঃ আতাউর রহমান বলেন, মর্জিনা ভারসাম্যহীন ছিলো বলে জানতে পেরেছি। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

(এএন/এসপি/মে ০৪, ২০২৫)