নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে সরকার বিরোধী লিফলেট বিতরণের অভিযোগ ডা. গোলাম নবী (৩৫) নামে এক যুবকলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৪ মে) দুপুরে পাংশা শহরের পপুলার ডায়গনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান।
গ্রেফতার কৃত ডা.গোলাম নবী কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের মৃত মাজেদ মোল্লার পুত্র।সে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার সাথে জড়িত থাকার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ডা.গোলাম নবী কে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স পাংশা পপুলার ডায়গনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে।
(একে/এএস/মে ০৪, ২০২৫)