মাগুরায় কৃষি ব্যাংক আমুড়িয়া বাজার শাখা নতুন ভবনের শুভ উদ্বোধন

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় কৃষি ব্যাংক আমুড়িয়া বাজার শাখা নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
অত্র শাখার ব্যবস্থাপক মোঃ শরাফত আলী'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ আঃ আজিজ, মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেম, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নারী উদ্যোক্তা সাবরিনা, এডিআই ব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ জিন্নাহ,প্রাক্তন চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, এ সময় ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সহকারী ম্যানেজার-২ আখতার হোসেন।
(বিএসআর/এএস/মে ০৫, ২০২৫)