পঞ্চগড় জেলা প্রশাসনের প্রকাশনা, তারুণ্যের উৎসব-পঞ্চগড় সংকলন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : কোন ব্যক্তি,প্রতিষ্ঠান,সংগঠন বা রাষ্ট্রের দায়িত্বশীলরা যখন অর্পিত দায়িত্বের বাইরে অথবা প্রাপ্ত দায়িত্বকে সৃজনশীল ও গঠনমূলক কাজের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, তখনই তা সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা।
সাজানো-গুছানো কাজের সংরক্ষিত তথ্যাদির লিপিবদ্ধ প্রকাশনাই হলো'সংকলন'।পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত তারুণ্যের উৎসব -২০২৫,পঞ্চগড় সংকলন'টির প্রকাশকাল-ফ্রেবুয়ারি। যে প্রকাশানায় স্থান পেয়েছে তারুণ্যের উৎসবের সকল ক্রীড়াকর্মের দালিলিক ইনফরমেশন।জেলা প্রশাসক (সার্বিক)
এস.এম.ইমাম রাজী টুলু সম্পাদিত সংকলনটিতে বাণী প্রদান করেছেন,মন্ত্রীপরিষদ সচিব ড.শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো:মোখলেস উর রহমান,স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি) ও পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
জেলা প্রশাসনের রুটিন দায়িত্বের পাশাপাশি গত ০৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত, জেলা প্রশাসকের নেতৃত্বে মোট ৩১টি ইভেন্টের সচিত্র প্রতিচ্ছবিসহ বেসিক ইনফরমেশন সংযুক্ত আছে সংকলনে।
উৎসব পরিচালিত ও অনুষ্ঠিত সৃজনশীল কর্মকান্ডের মধ্যে, মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, গ্রীণ স্কুল ক্যাম্পেইন,তরুণদের নিয়ে কর্মশালা, কারাতে প্রতিযোগিতা ও কারাতে শো, স্কেটিং, মাদক ও দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে বাইসাইকেল রেইস, অবসটেকল রেইস, বিজ্ঞান মেলা, ফ্রি চক্ষু ক্যাম্প, বির্তক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ভলিবল টুর্নামেন্ট, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আনন্দ মেলা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রীড়া বিনোদন, শীতকালীন পিঠা উৎসব, চার দাপের সাংস্কৃতিকঅনুষ্ঠান, Skill Development Youth Summit, তারুণ্যের কনসার্ট, নাট্য উৎসব, ক্রিকেট টুর্নামেন্ট, ইউনিয়ন ভূমি কর্মচারীদের ভূমি সেবা প্রদান শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নৃত্য, শহর সৌন্দর্য বৃদ্ধি কার্যক্রম, গ্রামীণ ক্রীড়া, গ্রাম পুলিশ তৈরির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট, পেশাজীবি রিকশাওয়ালা, শ্রমিক, ড্রাইভারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, জীববৈচিত্র্যে বিলুপ্তিরোধে অভয়ারণ্য স্থাপন, বৃক্ষরোপণ ছাড়াও বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'শিরোনামে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবের সৃজনশীল কাজের তথ্য ভান্ডার 'পঞ্চগড় সংকলন'টির সম্পাদনা সহযোগী হিসেবে মেধা- মনন ব্যয় করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টীভ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, সিনিয়র সহকারী কমিশনার শায়লা সাঈদ তন্বী, মোঃ ইমরানুজ্জামান, এনডিসি আমিনুল হক তারেক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ৫.৫ ফর্মার সংকলনটির প্রতি পাতায় তারুণ্যের উৎসব কর্মকান্ডে স্থিরচিত্রের সাথে যুক্ত হয়েছে তথ্যাদি। যেখানে কর্মের স্পষ্টতা এবং পরিচ্ছন্নতার স্বীকৃতি প্রকাশ পেয়েছে। নেই রাজনৈতিক ছিটেফোঁটা। সংকলনটির প্রচ্ছদ,শব্দ বিন্যাস, অলংকরণ এবং চিত্র প্রতিস্থাপনের সৌন্দর্যের চেয়েও এই প্রকাশনার বড় কৃতিত্ব, 'আজকের ছবি আগামী দিনের স্মৃতি' সু-প্রতিষ্ঠিত করার প্রয়াস।
(এআর/এএস/মে ০৫, ২০২৫)